।।দেশরিভিউ বিনোদন ডেস্ক।।
ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার নচিকেতা চক্রবর্তী জীবনমুখী ধারার গান গাওয়ার জন্য জগতবিখ্যাত হয়েছেন। এবার তার একটি গান অপারেশন থিয়েটারে ঢোকার মুহূর্তে গেয়ে ভাইরাল হয়েছেল পশ্চিমবঙ্গের এক কিশোরী।
ইতিমধ্যে কিশোরী এই রোগীর গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অপারেশন থিয়েটারের ড্রেস পরিহিতা এই কিশোরী নচিকেতা চক্রবর্তীর ‘ও ডাক্তার…’ গানটি গাইছেন।
“তুমি কতো শত পাশ করে এসেছো বিলেত ঘুড়ে
মানুষের যন্ত্রণা ভুলতে। ও ডাক্তার…
ডাক্তার মানে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার এক’ই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশান।
কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার… ও ডাক্তার…””
গানটি ফেসবুকে দিয়ে পশ্চিমবঙ্গের Aryadev Bhattacharya লিখেছেন “ঠিক অপারেশন থিয়েটারে ঢোকার মুহূর্তে মেয়েটিকে জিজ্ঞেস করা হয় তোমার কি ভয় করছে ?মেয়েটির সহাস্য উত্তর: “তুমি কত শত পাস করে এসেছো বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ” সমালোচকরা কি বলবেন জানা নেই। কিন্তু একথা সত্য ‘’নচিকেতা” একটা নির্ভীক জেনারেশন তৈরি করেছে এবং এখনও করছে। জয় নচিদা।