দেশরিভিউ সংবাদ:
রোহিঙ্গাদের চেয়ে উইঘুর মুসলমানদের উপর বেশি নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ, চট্টগ্রাম মহানগর শাখা। গত শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলোচনা এবং ‘উইঘুরের কান্না’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রজন্ম সংসদের নেতারা এ কথা বলেন। এসময় নির্যাতন বন্ধে জাতিসংঘকে জোরালো ভুমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তারা।
চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসি ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের চেয়ারম্যান আল্লামা সদরুদ্দীন মাকনুন। এছাড়া আরও বক্তব্য রাখেন মুফতি তানজিল আমীর, ইয়াসিন হাবিব, মাওলানা আ ন ম আহমদ উল্লা, মাওলানা ওসমান কাসেমী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিমদের উপর বর্বর নির্যাতন চালানো হলেও মুসলিম বিশ্ব এ বিষয়ে এখনো নীরব রয়েছে। উইঘুরে নির্যাতন বন্ধে প্রয়োজনে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ বিভিন্ন দেশের দুতাবাসে স্মারকলিপি দেয়া হবে। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধি দলকে জিনজিয়াং প্রদেশে যাওয়ার অনুমতি দিতে হবে।