।।সাজিদুল ইসলাম শোভন, নড়াইল।।
নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সাংসদ মরহুম একলাছ উদ্দিন আহম্মেদ স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ১৬ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট।
গতকাল (রবিবার) রাতে উপজেলার বেন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার আবহমান এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কালিয়া পৌর মেয়র ফকির মুসফিকুর রহমান লিটন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ। টূর্নামেন্টে ১৬ টি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরষ্কার প্রদান করা হয়।