শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

কুড়িগ্রামে বাসচাপায় নিহত ২

কুড়িগ্রামে যাত্রীবাহী বাস চাপায় দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার ত্রিমোহনীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় বাসটির চালকও গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ (শনিবার) উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টার প্রাইজ নামের বাসটি সকাল ৮ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোকে চাপা দিয়ে একটি মুদি দোকানের ভিতরে ঢুকে পড়ে। অটোর চালক লাফিয়ে বেঁচে গেলেও অটোতে বসে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোর পিছনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত একজন নিহত হন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ