হঠাৎ করে নাক দিয়ে রক্ত কেন পড়ছে বুঝতে পারছেন না ? কেন এমন হচ্ছে এমনটাই ভাবছেন ?
জেনে নিন কারণগুলো।
১. অতিরিক্ত নাক খোটানোর কারণে অনেকসময় নাক থেকে রক্ত পড়তে পারে। মানুষের হাতের ন অনেক সময় খোটানোর সময় নাকের ভেতরের পাতলা পর্দায় ক্ষতের সৃষ্টি করে। এর ফলে অনেকসময় রক্ত পড়তে পারে।
২. জোরে হাঁচি দেয়া এবং নাক টানার কারণেও অনেক সময় নাক থেকে রক্ত পড়ে। সর্দি থেকে জীবাণুঘটিত সংক্রমণ হলে অনেকেই টানা হাঁচির সমস্যায় ভোগেন। এই সময় নাকের ভেতরের অংশ অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। তখন হাঁচির তীব্রতায় বাতাসের সংস্পর্শে এসেও নাক থেকে রক্ত ঝড়তে পারে।
৩. শীতের সময় শুষ্ক বাতাস থেকেও নানা ধরণের জীবাণুর সংক্রমণ ঘটে নাকে। এর ফলেও নাক থেকে রক্ত ঝড়তে পারে।
৪. অনেক সময় নাকের কিছু ওষুধ এবং স্প্রে’র পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যও রক্ত পড়ার ঘটনা ঘটতে পারে।
৫. মাথা এবং চোখে আঘাত পেলে অনেক সময় নাক থেকে রক্ত ঝরতে পারে। রক্তক্ষরণ আঘাত লাগার অনেক পরেও হতে পারে। এসব ক্ষেত্রে সরাসরি চিকিৎসকের সঙ্গে দেখা করা প্রয়োজন।
যা করবেন নাক দিয়ে রক্ত পড়লে ,
১. সোজা হয়ে একটু সামনের দিকে ঝুঁকে চেয়ারে বসে পড়ুন।
২. বৃদ্ধাঙ্গুল ও শাহাদত আঙুল দিয়ে নাকের দুই ছিদ্র জোরে বন্ধ করুন।বৃদ্ধাঙ্গুল ও শাহাদত আঙুল দিয়ে নাকের দুই ছিদ্র জোরে বন্ধ করুন। মুখ দিয়ে শ্বাস নিন। এভাবে ১০ মিনিট ধরে রাখুন। এ সময় আঙুল ছাড়বেন না, প্রয়োজন হলে আরও বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রাখুন। এ সময় সম্ভব হলে কপালে, নাকের চারপাশে বরফ ধরে রাখুন। তাহলে রক্ত পড়া তাড়াতাড়ি বন্ধ হবে।
৩. যদি রক্ত ১৫-২০ মিনিটের বেশি সময় ধরে পড়তে থাকে, তবে দেরি না করে পাশের হাসপাতালের নাক কান গলা বিভাগে চলে যান।
৪. সাবধানতারক্ত পড়াকালে শোবেন না। এতে রক্ত ফুসফুসে গিয়ে জটিল সমস্যা করতে পারে।
৫. রক্ত পড়া বন্ধ হলেও কয়েক ঘণ্টা নাক পরিষ্কার করবেন না ।
৬. সামনে ঝুঁকে মাথা হৃৎপিণ্ডের নিচের লেভেলে আনবেন না। এতে আবার রক্ত পড়া শুরু হতে পারে।
৭. শুষ্ক মৌসুমে নাক যাতে অতিরিক্ত শুষ্ক না হয়, তার জন্য নাকের সামনের দিকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে।
দেশরিভিউ/ আরিফুল ইসলাম