শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

নারায়ণগঞ্জে আ. লীগের কর্মী সম্মেলনে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উপজেলার মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সম্মেলনের আয়োজন করে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ। কর্মী সভা চলাকালীন সময়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলন চলাকালীন এক পর্যায়ে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলুর এক সমর্থককে মারধরকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধূরী বিরুর সমর্থক ও শিপলুর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তাসফি শিকদার, রাব্বী মিয়া, শাহরিয়া, মোবারকসহ ১০ জন আহত হয় । আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ জানান, সংঘর্ষের ঘটনার পর পুলিশ দুপক্ষের সমর্থককে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ