মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে ২০টি যানবাহন ও যাত্রী নিয়ে রানীক্ষেত নামের একটি ফেরির তলা ফেটে পানি উঠছে। পাম্প দিয়ে পানি অপসারণ করছে বিআইডব্লিউটিসি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরিটির তলা ফেটে এই অবস্থার সৃষ্টি হয়। ফেরিটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটের ম্যানেজার শাজাহান মিয়াসহ বিআইডব্লিউটিসির একটি দল পাম্প দিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পাম্প দিয়ে পানি অপসারণ করা হচ্ছে, আপাতত বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই। এরই মধ্যে ফেরিটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, শিমুলিয়া থেকে ২০টি যানবাহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে রানীক্ষেত নামের ডাম্প ফেরিটি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ডুবোচরে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে যায়। নাব্য সংকটের কারনে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
দেশরিভিউ/এস এস