।। দেশরিভিউ , নিউজ ডেস্ক ।।
বরিশালে বিক্ষোভ সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বক্তব্যে শেষ হওয়ার আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কর্মীরা দুটি চেয়ার ইশরাকের দিকে লক্ষ্য করে ছুড়ে মারে।
সরেজমিনে দেখা গেছে, নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সমাবেশে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং কর্মীরা ভয় পেয়ে এদিক সেদিক দৌঁড় দেয়। এ সময় নেতাদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
পরে ইশরাক হোসেন বলেন, আপনারা শান্ত হোন। আগে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন।
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বরিশাল জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিক্ষোভ সমাবেশ।
দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যেদিয়ে বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
দেশব্যাপী নিরক্ষে নির্বাচনের দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি। এই লক্ষ্যে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা। বরিশালে সমাবেশের মধ্যদিয়ে শুরু হবে এই আন্দোলন।
সমাবেশের স্থান এবং পুলিশের অনুমতি নিয়ে ধোঁয়াশা থাকলেও সমাবেশের জন্য বুধবার রাতে জিলা স্কুল মাঠ ব্যবহারের মৌখিক অনুমতি দেয় পুলিশ।
সকাল থেকেই জিলা স্কুল মাঠে মঞ্চ তৈরি এবং মাইক সাঁটানোসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে মহানগর বিএনপি। আসতে শুরু করে নেতাকর্মীরা। মহানগর বিএনপি এই সমাবেশ আয়োজনের দায়িত্বে থাকলেও বিভাগের অন্যান্য জেলা বিএনপি’র প্রতিনিধিরাও অংশ নেন বিক্ষোভ সমাবেশে।