শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

রামপাল থেকে চুরি যাওয়া ৪৭ লাখ টাকার মেশিন উদ্ধার, আটক ৪

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে মেশিনসহ চোরদের আটক করা হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেশিনটি উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত চারজনকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ