বুধবার, অক্টোবর ৪, ২০২৩

অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার, আটক ৯

অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা পাচার চক্রের ৯ সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে জিএমপির কার্যালয়ে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসির মৃধা নামের এক জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসব জুয়াড়িরা জুয়া খেলায় লিপ্ত হয়ে সারাদেশে ১৫শ মাস্টার মাইন্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করে আসছে।

সর্বশেষ