রবিবার, অক্টোবর ১, ২০২৩

অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে: শ.ম রেজাউল করিম

অসাংবিধানিক এবং অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করলে বিএনপির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হবে যাতে দলটির অস্তিত্ব বিপন্ন হয়ে যায়, এমন কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে, সাভারের সিএনবি এলাকায় বিসিএস লাইভস্টক একাডেমিতে ৪০ তম বিসিএস লাইভস্টক ও বিসিএস মৎস্য ক্যাডার-এর নব যোগদানকৃত কর্মকর্তাদের অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৩ এবং ২০১৪ সালের মতো পেট্রোল বোমা দিয়ে মানুষ মারার রাজনীতির ফিরিয়ে আনাই বিএনপির উদ্দেশ্য। এছাড়া দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে অসংবিধানিক উপায় ক্ষমতা দখলেরও পাঁয়তারা করছে তারা। তবে তাদের সেই উদ্দেশ্য কোনোদিনই বাস্তবায়িত হবে না বলে জানান তিনি।

সর্বশেষ