সোমবার, অক্টোবর ২, ২০২৩

অবৈধভাবে মাটি উত্তোলন হুমকির মুখে শতশত ঘরবাড়ি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কাশিল ইউনিয়নে ঝিনাই নদী থেকে বলগেট বসিয়ে অবাধে মাটি উত্তোলন করায় চরম হুমকির মুখে পড়েছে স্থানীয়দের বসত ভিটা।

এতে কাশিলের ব্রিজসহ পশ্চিম পাশে শতশত ঘরবাড়ি যেকোন সময় ধসে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে, জেলা শহর থেকে বাশাইল ও সখীপুরের যোগাযোগ ব্যবস্থা। এ

ই নদীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও জিও ব্যাগ স্পর্শকাতর ও বিপদজনক হওয়া সত্ত্বেও স্থানীয় কতিপয় প্রভাবশালীরা অবৈধভাবে মাটি উত্তোলন করে চায়না প্রযেক্ট বিশাল জায়গাতে মাটির স্তব গড়ে তুলছে কাশিল গ্রামের বাদল,পিন্টু শাহাদত ও মানিকসহ কয়েকজন প্রভাবশালীরা ।

এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো.সাজ্জাদ হোসেন বলেন, কতিপয় দুসস্কীতকারি অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও সেখানে মোবাইল কোট পরিচালনা করে তাদের ইকুটমেন্টগুলো খুলে দেওয়া হয়েছিল।

সর্বশেষ