শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

আইসিইউতে বাসচাপায় আহত কুবি শিক্ষার্থী

একটি যাত্রীবাহী বাসের চাপায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান উল্ল্যাহ গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার মাতুয়াইল এমসি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

আহত ইরফান উল্ল্যাহ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী জানান, ইরফান উল্ল্যাহ ক্যাম্পাসে থেকে জাগুরঝুলি এলাকায় টিউশনি করতেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বাইসাইকেলে করে টিউশনিতে যাচ্ছিলেন ইরফান। এ সময় ঢাকাগামী তিশা এক্সক্লুসিভ নামের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ইরফান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকার মাতুয়াইল এমসি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ইরফানকে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ইরফানের অবস্থা আশংকাজনক।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর পুলিশ ধাওয়া করে ক্যান্টনমেন্ট এলাকা থেকে বাসটিকে আটক করে। কিন্তু চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ