বুধবার, জুন ৭, ২০২৩

আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার বেড়েছে ৩ গুন

ভারতের ৭টি অঙ্গরাজ্যের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে সেভেন সিস্টার নামে খ্যাত আখাউড়া স্থলবন্দর। কয়েকবছর আগেও এই বন্দর দিয়ে দিনে ২/৩শ’ বাংলাদেশি ও ভারতীয় যাত্রী পারাপার হতো। কিন্তু এখন সেখানে প্রতিদিন গড়ে প্রায় ১২শ’ থেকে ১৪শ’ যাত্রী পারাপার হচ্ছেন।

বাংলাদেশের আখাউড়া জংশন স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনসহ সড়কপথে ঢাকা-সিলেট-চট্রগ্রাম-এর সাথে যোগাযোগ ব্যবস্থায় খরচ কম হয়। সময়ও তুলনামূলক কম লাগে। তাই উভয় দেশের যাত্রী পারাপারে ভীর বাড়ছে।

অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে যাত্রী পারাপারের পরিমান আরও বাড়বে বলে মনে করেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস।

প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হলে যাত্রী সেবার মান উন্নত হবে, পাশাপাশি সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি পেয়ে এই স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে উভয় দেশ লাভবান হবে।

সর্বশেষ