সোমবার, অক্টোবর ২, ২০২৩

আবারও চালু হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

কয়লা-সংকটে টানা এক মাস ধরে বন্ধ থাকার পর আবারও চালু হলো বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

বুধবার রাত থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন শুরু হয়েছে।

চালু হওয়ার পর জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রটি। পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে যাওয়ার পর জাতীয় গ্রিডে‌ বিদ্যুৎ সরবরাহ শুরুর মাত্র ২৭ দিনের মাথায় কয়লা-সংকটে বন্ধ হয়ে যায়। ডলার-সংকটের কারণে এলসি জটিলতায় কয়লা আমদানি করতে না পারায় কেন্দ্রের মজুদ শেষ হয়ে গেলে গত ১৪ জানুয়ারি সকালে কেন্দ্রটি বন্ধ করে দিতে হয়েছিল। তবে কয়লা আমদানি শুরু হওয়ায় অবশেষে কাটলো সংকট।

সর্বশেষ