রবিবার, অক্টোবর ১, ২০২৩

আরও এক সন্তানের ছবি প্রকাশ করলেন নুসরাত!

কলকাতা রঙ্গিন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বিতর্ক যেন তার নিত্য দিনের সঙ্গী। নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙার পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। যদিও এ সম্পর্ক নিয়ে কথা বলতে একদমই পছন্দ করতেন না তিনি।

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছিল, তাহলে কি সন্তানের বাবা যশ? এ নিয়ে নানা জল ঘোলা হয়েছিল। কিন্তু ২০২১ সালে মা হওয়ার পর ছেলের জন্মসনদে বাবার নামের জায়গাতে লেখা হয় যশ দাশগুপ্ত।

এরপর বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে কেটে গেছে দীর্ঘদিন। সম্প্রতি আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এ সংসদ সদস্য। আর এই ছবির ক্যাপশন ঘিরেই এবার বিতর্কের শুরু।

পোষ্য কুকুরের সঙ্গে ছবি তোলে পোস্ট করেছেন নায়িকা। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ফ্যামিলি টাইম’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডগমম’। অর্থাৎ পরিবারের জন্য সময়। এতদিন স্নেহের সঙ্গে লালন-পালন করেছেন এই সন্তান!

টালি অভিনেত্রীর এই ছবি ও ক্যাপশন ঘিরেই সমালোচনার শুরু। কেউ কেউ কঠোর ভাষায় মন্তব্য করতেও ছাড় দেননি এ নায়িকাকে। শুভাকাঙ্ক্ষীরা প্রশংসা করলেও নেতিবাচক মন্তব্যই বেশি। তবে কারো কোনো মন্তব্যে সাড়া দেননি নুসরাত।

‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’সিনেমায় দুটি আইটেম গানে নেচে নজর কেড়েছেন দর্শকদের। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীর। তাছাড়া, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে বসিরহাট সংসদীয় আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরাত।

সর্বশেষ