রবিবার, অক্টোবর ১, ২০২৩

আশুলিয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক

সাভারের আশুলিয়ায় ৮০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার সকালে এতথ্য নিশ্চিত করেন ঢাকা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে শনিবার রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল আল-আমিন মাদরাসা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে আমির ও মানিককে ৮০০পিট ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দু’জনের নামে একটি মামলা দায়ের করে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ