শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

ইংল্যান্ডকে ২৩০ রানের টার্গেট দিল ভারত

এবারের আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্ব কাপে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিক ভারত। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে ম্যান ইন ব্লজরা। দুর্দান্ত ফর্মে থাকা ভারত রবিবার (২৯ অক্টোবর) মুখোমুখি হয় মুদ্রার অপর পিঠে থাকা ইংল্যান্ডের।

লখ্নৌতে টস হেরে ব্যাট করতে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে ভারত। স্বাগতিকদের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ১০১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন।

সর্বশেষ