শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

ইউক্রেন যুদ্ধে রাশিয়া কখনো বিজয় অর্জন করতে পারবে না, মন্তব্য বাইডেনের

ইউক্রেন যুদ্ধে রাশিয়া কখনো বিজয় অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের রাজধানীতে বিশাল জনসমাবেশে রাখা ভাষণে তিনি এসব কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তির ঠিক আগমুহূর্তেই পোল্যান্ড সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ওই সমাবেশে যোগ দিয়ে কিয়েভ পরিস্থিতি তুলে ধরেন বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দেয়া বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে রুশ সেনারা।

এ সময়, যুক্তরাষ্ট্র ও মিত্ররা দীর্ঘমেয়াদে ইউক্রেনের পাশে থাকবে বলে আবরও ঘোষণা দেন বাইডেন। সেই সঙ্গে, প্রেসিডেন্ট পুতিন এখনো পশ্চিমাদের দৃঢ়তা বুঝতে পারেননি বলে দাবি করেন বাইডেন। এদিকে, রুশ বাহিনীর হামলা ঠেকাতে আরও ৫০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাইডেন।

সর্বশেষ