সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

ইজতেমায় চিত্রনায়ক ইমন!

দেশীয় সিনেমার আলোচিত অভিনেতা মামনুন হাসান ইমন। অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডেও দেখা যায় এ অভিনেতাকে। তবে গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ চিত্রনায়ককে দেখা গেল ভিন্ন রুপে।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে গত শক্রবার শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশ ও বিদেশের হাজার হাজার মানুষের সঙ্গে প্রথমবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন।

ইজতেমার ময়দানে তোলা বেশ কিছু ছবি ইমন তার নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। তার একটিতে দেখা যায়, তার পরনে জুব্বা, মাথায় পাগড়ি, চোখে কালো চশমা। তাছাড়াও আরো বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। এসব ছবির একটিতে দেখা যায়, মুসল্লিদের সঙ্গে বসে আছেন ইমন।

এর আগে নায়ক ইমন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে জানান দেন তিনি আছেন ইজতেমার ময়দানে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ বিশ্ব ইজতেমায় পবিত্র জুমার নামাজ আদায় করলাম।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, গত বৃহস্পতিবার রাতে ইজতেমায় ময়দানে আসেন চিত্রনায়ক ইমন। এসেই তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন, এবং তাদের খোঁজখবর নেন। শুক্রবার ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমায় অংশ নেন ইমন। নায়ক জানান, ইজতেমার দ্বিতীয় পর্বে তিনদিন সময় দেবেন তিনি। আগামী রোববার আখেরি মোনাজাত অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্বের এ ইজতেমা।

সর্বশেষ