শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গি

আল্লাহু আকবার ধ্বনি, জিকির-আসকার ও তাবলীগের দেশি-বিদেশি মুরুব্বিদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।

আজ ফজরের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী। এছাড়া ইজতেমায় আরো দুজন মুসল্লি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এ নিয়ে এ পর্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫-এ।

এদিকে, ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের জন্য আজ রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

সকালে, টেশিস শিল্প সংস্থার মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, মোনাজাত উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে।

সর্বশেষ