নেত্রকোণার পূর্বধলায় ইদ্রিস আলী হত্যা মামলার পলাতক পাঁচ আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দুপুরে, র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, শনিবার রাতে, ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ২৭ আগস্ট সন্ধ্যায় নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় গ্রেফতারকৃতরা।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফরিদা আক্তার নয়জনের নামে পূর্বধলা থানায় মামলা করেন।