বুধবার, অক্টোবর ৪, ২০২৩

উখিয়া ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গুলিতে মোহামদ সেলিম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১০টার দিকে উখিয়া ৭ নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত মোহামদ সেলিম উখিয়া ৭ নং ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ