দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলা চলচ্চিত্রে ফিরছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এই বাঙালি অভিনেত্রীর চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মধ্য দিয়ে।
বাঙালি পিতা–মাতার এই সন্তান ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবুও তার স্মৃতিপটে এখনো সেরা শহর হিসেবে ভাসছে কলকাতা। তাই তো মাঝে-মধ্যেই কলকাতায় ছুটে আসেন এ ৭৮ বয়সী প্রবীণ অভিনেত্রী।
শর্মিলা ঠাকুর ১৪ বছর বাংলা চলচ্চিত্র থেকে দূরে থাকার পর অবশেষে সম্মত হয়েছেন বাংলা সিনেমায় অভিনয় করার জন্য। ছবির নাম ‘পুরাতন’। সিনেমাটি পরিচালনা করবেন সুমন ঘোষ। আর প্রযোজনার দায়্বিতে থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
১ সেপ্টেম্বর সুমন ঘোষের নতুন সিনেমার নাম ঘোষণা উপলক্ষে কলকাতার একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শর্মিলা ঠাকুর বলেন, ‘আজও আমার হৃদয়ে কলকাতা জেগে আছে। আমি কলকাতাকে ভালোবাসি। তাই তো এতদিন পর আবারও কলকাতার সিনেমায় অভিনয় করার জন্য সম্মতি দিয়েছি।
সুমন ঘোষের এই ছবিতে শর্মিলার সঙ্গে মেয়ের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা। মা–মেয়ের সম্পর্ককে উপজীব্য করে এই সিনেমার কাহিনি আবর্তিত হবে। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে এ ছবির শুটিং।