রবিবার, অক্টোবর ১, ২০২৩

কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার আব্দুস সমদের ছেলে মো. আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। তারা পরস্পরের আত্মীয়।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবীর জানান, সকালে মো. আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী মোটরসাইকেলে করে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিল। এ সময় তারা চাঁদের ঘোনা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর কাভার্ডভ্যানটি উদ্ধার করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।

সর্বশেষ