রবিবার, অক্টোবর ১, ২০২৩

কখনো চিন্তাই করিনি অভিনয় করব: পলাশ

দেশীয় রঙ্গমঞ্চের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামে দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। তবে এই নাটকের চরিত্রের সুবাদে এখন কাবিলা নামেই বেশি পরিচিত তিনি। মূলত এই নাটকের নির্মাতা কাজল আরেফিন অমির হাত ধরেই অভিনেতা হয়ে উঠেছেন পলাশ। যার কারনে এই নির্মাতার প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন তিনি।

সম্প্রতি সিজেএফবি আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে নিজের অভিনয় জীবনের প্রাপ্তি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে পলাশ বলেন, ‘যেকোনো প্রাপ্তিতেই ভালো লাগে। আমার ব্যাচেলর পয়েন্ট টিমকে, বিশেষ করে আমার মেন্টর কাজল আরেফিন অমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে কিনা বিশ্বাস করেছিলেন, হয়ত পলাশকে দিয়ে কিছু একটা করা সম্ভব। তাছাড়া, আমি কখনো চিন্তাই করিনি অভিনয় করব এবং অভিনয় করে সেটার জন্যে পুরস্কারও পাব।

নির্মাতা অমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘অমি ভাইকে ধন্যবাদ ব্যাচেলর পয়েন্ট সিরিয়ালটিতে কাবিলা নামের একটা চরিত্র সৃষ্টি করার জন্য এবং সেই চরিত্রটাতে আমাকে নেয়ার জন্য।

গত বছরের শেষের দিকে সমাপ্ত হয়েছে ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজন। সিরিজটি জুড়ে পলাশের কাবিলা চরিত্রের প্রেমিকা ছিল রোকেয়া। যদিও সেই রোকেয়াকে এখনও চমক হিসেবে আড়ালেই রেখেছেন নির্মাতা। এদিকে, ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনে কি দেখা যাবে রোকেয়াকে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মনে।

সর্বশেষ