সোমবার, অক্টোবর ২, ২০২৩

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষেরা।

আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকেছিল চারপাশ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও ঠাণ্ডা হিমেল হাওয়ায় রাস্তাঘাটে লোক সমাগম খুব কম দেখা যায়। এদিকে, টানা শৈত্যপ্রবাহের ফলে শীতকষ্টে ভুগছেন বয়স্ক মানুষ ও গবাদিপশু।

অন্যদিকে, তাপমাত্রা কমে যাওয়ায় গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদী অববাহিকার মানুষ।

সর্বশেষ