সোমবার, অক্টোবর ২, ২০২৩

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় ছুরিকাঘাতে রাজিব (১৯) নামে এক যুবককে খুন করা হয়েছে। রাজিব গোবিন্দপুর পশ্চিমপাড়ার কাজী ইউসুফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। রাজিব রংপুর জেলার বাসিন্দা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটকের নাম রাব্বি (১৭)। সে একই এলাকায় ভাড়াবাসায় থাকে। তার স্থায়ী ঠিকানা এখনও জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আমজাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে রাব্বি রাজিবকে ছুরিকাঘাত করে। একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে রাজিব মারা যায়।

তিনি আরও জানান, ঘটনার পর রাব্বিকে আটক করা হয়েছে। এখনও তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। দুজনেই ভাড়াটিয়া বলে স্থানীয়রাও তেমন জানেন না। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ