ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) এবং দেবীদ্বার উপজেলার ভাউরা গ্রামের হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, আজ দুপুরে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে দুই নারী হাত ধরে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করা হলেও চালক এবং সহযোগী পালিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।