শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

কুষ্টিয়ায় আদালতে বায়োমেট্রিক হাজিরা চালু

কুষ্টিয়া জেলা জজ আদালতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে আদালত ভবনের প্রবেশদ্বারে এর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন।

এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অভিযাত্রার অংশ হিসেবে আদালত ভবনে ম্যানুয়াল পদ্ধতির হাজিরার ইতি টেনে প্রযুক্তিনির্ভর বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচারের পথ প্রশস্ত হলো।

উদ্বোধন অনুষ্ঠানে, জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ