শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

কুষ্টিয়ায় ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ট জমি ক্রেতারা

কুষ্টিয়া শহরের ১১০ এনএস রোড থানা পাড়ার বাসিন্দা, যার নাম বিভিন্ন কাগজ পত্রে কোথাও,সেলিম আনোয়ার, কাজী সেলিম আনোয়ার আবার কোথাও এমএম ওয়াদুদ, কোথাও মোল্লা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। এসব নাম ব্যবহার করে তিনি ৪টি ভুয়া আম মোক্তারনামা তৈরী করে মাসুদা, আব্দুল মইদসহ বেশ কয়েকজনের জমি দখলে রাখার পাশাপাশি, বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। এসব জমির প্রকৃত মালিকদের তিনি মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানাভাবে হয়রানী করছে।

সম্প্রতি কুষ্টিয়া শহরের আসাদুর রহমান বাবুর কাছ থেকে চৌড়হাস মৌজার আরএস ২৪৯ খতিয়ানের ৮১৩২/৮১৬৯ ও ৮১৩৩ দাগে প্রায় ৬৪ শতক জমি ক্রয় করেন মোকাদ্দেস আলী ও নূরুন্নাহার। এই জমির ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রকৃত জমি মালিক আসাদুর রহমান বাবুর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেছেন বহুরুপি ওয়াদুদ ওরফে সেলিম। এছাড়া জমির দখল ছেড়ে দিতে ক্রেতা মোকাদ্দেস আলী ও নূরুন্নাহারকে ভাড়াটে ক্যাডার দিয়ে হুমকি ধামকি দিচ্ছেন তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম ওরফে ওয়াদুদের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। এলাকার মানুষের দাবি এর আগে কখনই তারা শোনেননি যে জমির মালিক সেলিম।
স্থানীয় আইনজীবীরা বলছেন, আদালতে জমা দেওয়া কাগজপত্র অনুয়ায়ী আসাদুর রহমান বাবুই বিবদমান জমির প্রকৃত মালিক।

এ ভূমিদস্যুর হয়রানীর হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি জমি ক্রেতা ও বিক্রেতারা। আর এসব অপকর্মের জন্য অভিযুক্তকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসির।

সর্বশেষ