বুধবার, অক্টোবর ৪, ২০২৩

কৃষক কবজ উদ্দিন হত্যার ঘটনায় গ্রেফতার ৩

শেরপুর সদর উপজেলার রামেরচরে কৃষক কবজ উদ্দিন হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৪।

র‌্যাব জানায়, গতরাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ডাঙ্গাপাড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের শেরপুর সদর থানার মামলায় হস্থান্তর করা হয়েছে।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুই পক্ষের বিরোধসহ নানা বিষয়ে আকন্দবাড়ী ও সরকার বাড়ীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিলো।

এরই জেরে গত ২৬ জুলাই রাতে ভুক্তভোগী কবজ উদ্দিন রামেরচর ছনবাজারে গিয়ে আর বাড়িতে ফিরেননি। পরদিন সকালে ছনবাজারের পাশে একটি সবজি ক্ষেতে কবজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

সর্বশেষ