রবিবার, অক্টোবর ১, ২০২৩

কোনো আন্দোলনে সরকার পতন করা যাবে না: আব্দুর রাজ্জাক

কোনো আন্দোলন-সংগ্রামে সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার পতনের নাম করে ১০ ডিসেম্বর দেশে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এর আগে সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক । সম্মেলন শেষে আতিউর রহমান আতিককে পুনর্বার সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানুকে সাধারণ সম্পাদক করা হয়।

সর্বশেষ