মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় নাহিদ আহমেদ নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি কুমিল্লার দিকে যাচ্ছিলো। পথে, জামালদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়া। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী নাহিদ।
পরে, পালিয়ে যাওয়ার পথে আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় বাসটি। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ গুরুতর আহত হননি।
এদিকে, বাসটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম।