বুধবার, জুন ৭, ২০২৩

গাজীপুরে ফ্যানে ঝুলছিল গৃহবধূর মরদেহ

গাজীপুরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মিম আক্তার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মিম আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের কুদরত আলীর মেয়ে। তিনি একই গ্রামের আব্দুল গনির ছেলে শাহীনের (২১) স্ত্রী। এক বছর আগে তাদের বিয়ে হয়। তারা বোর্ড বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শাহীনের বরাত দিয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, শনিবার সকালে স্বামীকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলেন মিম। এ সময় বাবার বাড়িতে যেতে নিষেধ করায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্বামী তার কর্মস্থলে চলে যান। কর্মস্থল থেকে রাতে বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে মিমকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে বাসার মালিককে বিষয়টি জানালে পুলিশে খবর দেওয়া হয়। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শরীরের কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

সর্বশেষ