শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

গাজীপুরে স্বামী-স্ত্রী’র আগুনে পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ীতে স্বামী-স্ত্রীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে, গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, কোনাবাড়ি থানার জরুন সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ৬তলা বহুতল ভবনের নিচ তলাতে ভাড়া থাকতেন ওই দম্পতি।

তিনি আরও জানান, বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ভোরে নিচ তলার ফ্ল্যাটে আগুন  দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টীলের দরজা ভেঙ্গে খাটের উপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সি আইডি ও পিভিআইসহ কোনাবাড়ি থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ