বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠন শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ-৩ এর আলী হোসেন শুনানির এ দিন ধার্য করেন।
খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য বিদেশে থাকায় তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। সময়ের আবেদন মঞ্জুর করে আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।