ভারি বর্ষণে চট্টগ্রামের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাতটার দিকে ষোলশহর রেলস্টেশন এলাকার আই ডব্লিউ কলেনিতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- ষোলশহর রেলস্টেশন এলাকার কালা মিয়ার ছেলে সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে জান্নাত।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক।