চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
এ উপনির্বাচনের ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। সিসি ক্যামেরায় পুরো নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে ইসি।
আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটগ্রহণের জন্য ২ হাজার ১১০টি ইভিএম ব্যবহার করা হয়েছে। ৪ হাজার ১০৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১৩১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৬২৮ জন পোলিং অফিসার।
১৫৬টি কেন্দ্রের মধ্যে ৯৫টি সাধারণ এবং বাকি ৫৯ কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা থাকবে। সাধারণ কেন্দ্রগুলোতে ১৬-১৭ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭-১৮ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পুলিশ এবং এপিবিএনের সমন্বয়ে ৮ ওয়ার্ডে ৮টি মোবাইল ফোর্স থাকবে।