সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

আগামীকাল চাঁপাইনবাবগঞ্জের ২ ও ৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বেলা সাড়ে ১১ টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার জানান, নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। আর সদর আসনের মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন।

সর্বশেষ