চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকের এক বিঘা জমির প্রায় একশ মেহেগুনি গাছ কেটেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী ওই কৃষক।
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজাবিঘী গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মেহেদী হাসান জানান, ৫ বছর আগে নিজের এক বিঘা জমিতে প্রায় একশ’ মেহগনি গাছের চারা রোপণ করেন তিনি।
গাছগুলো কেটে ফেলায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান মেহেদী হাসান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের জানান, শত্রুতার জেরে রাতের আধারে গাছগুলো কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।