রবিবার, অক্টোবর ১, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে শিশুকে যৌন নিপীড়ন; গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় আনসার মোড়ল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গত ২৮ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর থানার শিবতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসামি আনসার মোড়লের মুদি দোকান রয়েছে। সেই দোকানে টিফিনের খাবার কিনতে গেলে তিনজন শিশুকে যৌন নিপীড়ন করে আনসার মোড়ল।

পরে, ওই তিন শিশুর হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে এ ঘটনা কাউকে বললে তাদের সে মেরে ফেলবে বলেও ভয় দেখায়। পরে, এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ জানায়। তারই প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

সর্বশেষ