রবিবার, অক্টোবর ১, ২০২৩

চাচার হাতে প্রাণ গেলো ভাতিজার

বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জে চাচার হাতে ভাতিজা ইসমাইল শেখ লিওন (২০) হত্যার অভিযোগ উঠছে। এ ঘটনায় অভিযুক্ত চাচা নাহিদুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পৌর এলাকার গোবরা নিলারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিওন শেখ ওই এলাকার ইব্রাহীম শেখের ছেলে। তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

এ ঘটনায় অভিযুক্ত চাচা আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ