মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল। এ জন্য দেশে জাতীয় অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এ কাজে জিডিপির ৬-৭ শতাংশ ব্যয় হচ্ছে বলে জানান তিনি।
রোববার সকালে, ফরেন সার্ভিস একাডেমিতে ‘গ্লোবাল হাব অন লোকালি লেড অ্যাডাপটেশন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সারা দেশে সাইক্লোন সেন্টার এবং বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে; যার ফলে মানুষের জান-মাল রক্ষা করা সম্ভব হচ্ছে।
সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে তবে, পরিকল্পনা বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলেও জানান সরকারপ্রধান।