রবিবার, অক্টোবর ১, ২০২৩

জাতিসংঘে সু চিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পাস

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। অং সান সু চিকে জেল থেকে মুক্তি দেওয়ার পক্ষে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

প্রস্তাবে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের কাছে সু চি এবং দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্তসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।

৭৭ বছরের সুচি-সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি মিয়ানমারে সহিংসতার ইতি ঘটাবে বলে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর সু চির সঙ্গে দলের বেশ কয়েকজন সদস্য, রাজনীতিবিদ, আইনপ্রণেতা, আমলা, ছাত্র, সাংবাদিকসহ কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ