রবিবার, অক্টোবর ১, ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যে বার্তা দিলেন আলিয়া

চলতি বছর যৌথভাবে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি স্যানন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ঘোষণা করা হয় ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’র ৬৯তম আসরের বিজয়ীদের নাম। অভিনয়ের ক্যারিয়ারে প্রথমবারের মতো এই পুরস্কার পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত আলিয়া।

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছেন তিনি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন আলিয়া।

ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, সঞ্জয় স্যার, ক্রু সদস্য, আমার পরিবার, আমার টিম এবং সর্বশেষ আমার দর্শকদের উদ্দেশে বলছি, এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনাদের। কারণ আপনারা ব্যতীত এটা কখনই সম্ভব হতো না। আপনাদের ভালোবাসা পেয়ে চিরকৃতজ্ঞ আমি। এই ধরনের মুহূর্তগুলোকে আমি হালকাভাবে নেই না। যতো দিন পারি আমি আপনাদের বিনোদন দিয়ে যাব।

কৃতি স্যাননকে উদ্দেশ করে তিনি লেখেন, কৃতি আমার মনে আছে যে দিন ‘মিমি’ দেখেছিলাম সেদিন আপনাকে মেসেজ করেছিলাম। আপনার পারফরম্যান্স খুবই শক্তিশালী ছিল। সিনেমাটি দেখে আমি টানা কেঁদেছিলাম। সুতরাং আপনি এই সম্মানের যোগ্য।

আরও পড়ুন: কার সঙ্গে খেলবেন জানালেন পরীমণি!
মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়েই ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমা নির্মিত হয়।

প্রসঙ্গত, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি।

সর্বশেষ