শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

জামালপুরের অবৈধ চায়না দুয়ারী ৩৫টি রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

জামালপুরের ইসলামপুরে অবৈধ চায়না দুয়ারী ৩৫টি রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার সকালে উপজলা পরিষদ চত্বরের সামনে জব্দকৃত এসব জাল ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা নির্বাহীর কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল সন্ধায় উপজেলার সাপধরী ইউনিয়নের জোর ডুবা এলাকায় অভিযান চালিয় জালগুলো জব্দ করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী।

সর্বশেষ