জামালপুরে বীর নিবাসের জন্য জমি চাওয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নায়েক আহাম্মেদ আলীর ছেলে আবু সাঈদকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে।
রোববার রাতে সদর উপজেলার শাহবাজপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত আবু সাঈদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আবু সাঈদ জানান, তার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নায়েক আহাম্মেদ আলীর নামে বীর নিবাস বরাদ্দ হয়েছে। তবে যে জায়গায় বীর নিবাস হওয়ার কথা, সেটি আবু সাঈদের প্রতিপক্ষ তার চাচাতো ভাইয়েরা দখল করে রেখেছে। প্রতিপক্ষের কাছে সেই জমি ফেরত চাইতে যাওয়ায় আবু সাঈদকে কুপিয়ে আহত করে তারা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।