রবিবার, অক্টোবর ১, ২০২৩

জোর করে চুমু খাওয়ার চেষ্টা আদিত্য রায় কাপুরকে!

পছন্দের তারকাকে কাছে পেলে একটু ছুঁয়ে দেখার চেষ্টা থাকে ভক্তদের। আবার কখনও সেটা আরেকটু বেড়ে গিয়ে জড়িয়ে ধরা পর্যন্ত পৌঁছায়। তবে এবার যা ঘটল সেটাকে বাড়াবাড়িই বলা চলে। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরকে কাছে পেয়ে চুমু খেতে চাইলেন এক নারী ভক্ত! অনেকটা যেন জোর করেই চুমু আদায় করে নিতে চাইলেন ওই নারী।

সম্প্রতি ‘দ্য নাইট ম্যানেজার’সিরিজের বিশেষ স্ক্রিনিংয়ের পর অভিনেতা আদিত্য রায় কাপুর থিয়েটারের বাইরে অপেক্ষমান কিছু ভক্তদের সঙ্গে দেখা করেন। সেখানে এক নারী ভক্ত প্রায় জড়িয়ে ধরে তার সঙ্গে ছবি তোলেন। তারপরই চুমু খাওয়ার জন্য জোর করতে থাকে।

আদিত্য অবশ্য বেশ শান্তভাবে পরিস্থিতি সামাল দেন। মুখে হাসি নিয়েই বারবার ঠেলে সরিয়ে দিতে থাকেন সেই নারীকে। সবশেষে আদিত্যর হাতে চুমু খেয়ে ক্ষান্ত দেন ওই নারী ভক্ত।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই বেশ বিরক্ত নেটিজেনরা। একজন কমেন্টে লিখেছেন, ‘কল্পনা করুন একজন ব্যক্তি একজন অভিনেত্রীর সঙ্গে এমনটা করছেন। তাকে এতক্ষণে শ্লীলতাহানির জন্য থানায় ঢোকানো হতো। আরেকজন লিখেছেন, কত ভালো মানুষ হলে এই অবস্থাতেও মুখে হাসি রাখা যায়। দুর্দান্ত।

‘দ্য নাইট ম্যানেজার’সিরিজ দিয়েই ওটিটির জগতে পা রেখেছেন আদিত্য। সিরিজটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোমসহ আরও অনেকে।

সর্বশেষ