শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয় চাপড়া বিলে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে ভিড় জমান হাজারো দর্শনার্থী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আখতার হোসেন। এসময় পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ